পাশাপাশি দুটো পাত্রে, ফুটন্ত রস আগুন জ্বালে;
ঠান্ডা হলে ঢালা হবে, বনের সকল বৃক্ষমূলে।
হিংসা ঘৃণা আর দ্বেষ, প্রথম পাত্রে ফুটছে জোরে;
প্রেম প্রীতি ভালোবাসা, দ্বিতীয়টিতে ফুটছে ধীরে।
অভিন্ন জ্বালানি জ্বলে, তবে কেন এমন প্রভেদ?
কমবেশি স্ফুটনাঙ্ক, ফোটায় নির্যাস জোরে ধীরে?
বনে যত বৃক্ষ আছে, তার অর্ধেক চিহ্নিত করে,
প্রথম পাত্রের রস, ঢেলে দিলাম তাদের মূলে।
অবশিষ্ট বৃক্ষমূলে, দ্বিতীয় পাত্রের ঢালি রস ।
বনের কেমন হাল, গিয়ে দেখি সপ্তম দিবস।
বিস্মিত হলাম দেখে, গাছগুলোর হাল এমন
অচিহ্নিত বৃক্ষ হাসে, অবশিষ্ট মৃতপ্রায় যেন।
অপেক্ষাতে বসে রই, প্রেমে মানুষ কবে হাসবে
প্রেমরসে সিক্ত তারা ধন্য করবে ভুবন কবে?