সবার মনেতে প্রদীপ রয়েছে
দেখতে পাই না মোরা,
গুপ্ত চাদরে গচ্ছিত ধন
খুঁজতে না পারে চোরা।
খুঁজতে খুঁজতে নাকাল নাবিক
দৃষ্টি এড়ায় দ্বীপ,
দিন চলে যায় বিপথে কুপথে
ভুলে যাই বুকে দীপ।
চেতনা তবুও জাগে না মোদের
মন্দ কাজেতে টান,
তোমার নিকটে প্রার্থনা প্রভু
খুলে দাও আলো বান।
এমনি করেই প্রভু তুমি যদি
চিত্ত প্রদীপ জ্বালো,
খুলে যাবে সব রুদ্ধ দুয়ার
ঘুচে যাবে সব কালো।
সকল চিত্ত আলোকিত হলে
দীপাবলি প্রতি পল,
অবচেতনার বিদায় তখন
দেশের প্রগতি ফল।