হাটে

হাটে

হাটেতে আজ কে যাবে গো

হলদি নদীর পাশে,

হিয়া বেচা কেনা চলে

সেথা ফাগুন মাসে।

বুড়ো হিয়া যুবক হিয়া

কপট হিয়া শত,

ভিড়ে ভিড়ে ঠেলাঠেলি

ক্রেতা কত কত।

ভদ্র হিয়ার কদর বেশি

ভিড় লেগেছে এখন,

কপট হিয়ার দোকানি তো

মশা তাড়ায় তখন।

আমি খুঁজে খুঁজে মরি

টাটকা হিয়া কোথা,

কোন দোকানে পাবো সেটি

আছে কি আজ সেথা?

সারাদিনে চষে বেড়াই

হাটের অলি গলি,

ক্লান্ত হতাশ আমি যখন

শুকনো বড় নলি I

খালি দোকান মিষ্টি ছেলে

বলে আমায় শোন,

টাটকা হিয়ার দোকান তুমি

পাবে নাকো কোন।

তোমার বুকে আছে হিয়া

যদিও তা বুড়ো,

মনের মাঝে শিশু এনে

টাটকা করো খুড়ো।

 

মাছি মারতে

মাসি ব্যস্ত মাছি মারতে

ঝাড়ু হাতে নিয়ে ,

সঙ্গে আছে ভাগ্নে রমন

চপ্পল হাতে নিয়ে I

দুইটি মাছি বড্ড জ্বালায়

এদিক সেদিক ভাগে ,

বারে বারে ঝাড়ু পেটায়

মাসি বড়ই রেগে I

অবশেষে মাসির ঝাঁটায়

একটি হোল কাবু,

কাবু হয়েও উড়ে বেড়ায়

কাবু মাছি বাবু I

তারপরেতে চপ্পল মারা

কাবু মাছি মরে ,

ভাগ্নে রমন বেজায় খুশি

নেচে নিলো ঘরে I

তাহা দেখি আরেক মাছি

হলো পগার পার ,

জয়ের হাসি ভাগ্নের মুখে

মাসির অহঙ্কার I