রাগ করেছে রাগ করেছে কাব্য আজিসহজেতে হয় না রাজি।কলম দিয়ে শব্দ গুলিলিখতে গিয়ে সবই ভুলি।অনুরাগের ছোঁয়া পেলেরাগটি ভুলে আসবে চলে।আবার রাগে অনুরাগেকাব্য প্রীতির আবেশ জাগে,তাই তো আবার শুরু লেখা,লেখার মাঝে কতই শেখা। WordPress Facebook