পেতে যদি চাও কিছু,-
প্রাপ্তির কথা ভুলে,
মনের দরজা খুলে,
সম্পদ দাও তুলে।
পেতে যদি চাও কিছু
দান করো দুই হাতে,
নিশ্চিত সুখ তাতে,
ঘুম তাই আঁখি পাতে।
চাই চাই ভুলে তাই-
মন ভরে করো দান
লোকেরা দেবেই মান
করবে যে জয়গান।
চাই চাই ভুলে তাই,-
আজ শুধু দিয়ে যাও,
যাহা তুমি দিয়ে দাও,
ভাবী দিনে ফিরে পাও।
(সংবৃতি ছন্দে)