আসল শিক্ষা হচ্ছে লয় গো চেতনাতো আজি সুপ্ত, শিক্ষা এখন নির্বাসিত মানবতা আজি গুপ্ত। ভালো মন্দের বিচার ভুলে নিজের স্বার্থ রাখি বাজি, শিক্ষা মনের প্রসার ঘটায় বিদ্যা তবু পণ্য আজি।
বিদ্যাকে পন্য করেই সমাজ ব্যবস্থা চলছে বহু যুগ ধরে আদিঅন্ত কাল ধরে।
বিদ্যাকে পন্য করেই বহুজাতিক কোম্পানিগুলো চলছে, অর্থনৈতিক কাঠামোর ভিত মজবুত করে চলেছে।
এখন সেই সত্যযুগ নেই যেখানে বিদ্যা দ্বারা মানুষের আদর্শ গড়ে উঠে, এখন বিদ্যা মানুষের সুখ সুবিধাকে উন্নত থেকে উন্নততর করে তোলার জন্য প্রদান করা হয়, তাতে আদর্শের অন্তর্জলীর মাত্রা হলেও ক্ষতি কিছু নেই!
প্রাচীন কালে বিদ্যা ছিল…
বিদ্যা বিনয়ং বদাতি
বিদাতি বিনয়ং বিদ্যা
স্বদেশে পূজ্যতে রাজা
বিদ্যমান পূজ্যতে সর্বত্র
বিদ্যাকে পন্য করেই সমাজ ব্যবস্থা চলছে বহু যুগ ধরে আদিঅন্ত কাল ধরে।
বিদ্যাকে পন্য করেই বহুজাতিক কোম্পানিগুলো চলছে, অর্থনৈতিক কাঠামোর ভিত মজবুত করে চলেছে।
এখন সেই সত্যযুগ নেই যেখানে বিদ্যা দ্বারা মানুষের আদর্শ গড়ে উঠে, এখন বিদ্যা মানুষের সুখ সুবিধাকে উন্নত থেকে উন্নততর করে তোলার জন্য প্রদান করা হয়, তাতে আদর্শের অন্তর্জলীর মাত্রা হলেও ক্ষতি কিছু নেই!
প্রাচীন কালে বিদ্যা ছিল…
বিদ্যা বিনয়ং বদাতি
বিদাতি বিনয়ং বিদ্যা
স্বদেশে পূজ্যতে রাজা
বিদ্যমান পূজ্যতে সর্বত্র
আদিকালে বিদ্যা পণ্য ছিল না /এখন হয়েছে / আপনার সুচিন্তিত মতামত খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান / অনেক অনেক ধন্যবাদ /