দেবতা নিচে আসে

দেবতা নিচে আসে

প্রজাপতি কুসুমের রূপে মুগ্ধ,

ভুলে যায় মধু খেতে,

তখন কি দেবতা নিচে আসে,

অপলক দৃষ্টিতে মুগ্ধতা থাকে তার?

সবুজের বনরাজি মাঝে

ঝিরি ঝিরি বৃষ্টি দেখে মুগ্ধ হয় শিখী

আপন খেয়ালে নাচে

তখন কি দেবতা নিচে আসে নিশ্চিত মুগ্ধতা নিতে?

পলাশের রাঙা বন হাতছানি দিলে

আদিবাসী কিশোরীর পায়ে লাগে পলাশের রেণু,

কুড়িয়ে পলাশ রাখে যবে আপন খোঁপায়;

দেবতা উৎকর্ণ, অনুসরণ করে কি নুপুরের ধ্বনি তার?

অথর্ব পিতার দোলনার নিকটে সন্তান হাঁটে,

তীর্থদর্শনে বা পাহাড়ি মন্দিরে যাবে বলে।

দেবতা তখন কি নিচে নেমে সন্তানের হাত ধরে, কষ্ট হ্রাস করে?

স্বার্থহীন সেচ্ছাসেবী সংস্থা অসহায় শিশুদের মুখে যখন খাবার তুলে দেয়,

হাতে তুলে দেয় পোশাক,

দেবতা তখন কি নিচে নেমে আশীর্বাদ করে ?

দেবতার অবতরণের সেই ছবি গুলো কেন

মনের দরজা খুলে বেরিয়ে হারিয়ে যায় অনায়াসে?

মনের তীক্ষতা হ্রাস দায়ী? তাই উপলব্ধি

করতে পারি না দেবতার উপস্থিতি

সকলের মাঝে, প্রকৃতির মাঝে?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *