চকিতে মানে
অল্প সময়
পলক পড়ায়।
ভাবনা নতুন
মনে আসায়
চকিতে ঝলকানি,
স্বপ্ন পায়রার ঝটপটানি
বুকের মাঝে আশার আলো,
সেই আলোতে আলোকিত
জীবন একটি ঝলমলানো চাঁদনি রাত।
একটি সঠিক ভাবনা তখন কাছে যদি আসে
সেই ভাবনাটার পিঠে চড়ে
জীবনটা বদলাবে অনায়াসে।
সঠিক ভাবনা
কঠিন চেনা
বিশাল আকাশ থেকে যেন
একটা চিল ধরে আনা।
এমন হয় বেশি হয়
সঠিক ভাবনা কোনখানা,
চিনতে চিনতে
ধরতে ধরতে
কাটতে পারে সারা জীবনখানা।
তাই মনের জানালা খোলা রেখো;
নতুন ভাবনার চকিত আলো আসতে পারে,
সজাগ থেকো,
নতুন প্রাণের চকিত হাওয়া আসতে পারে,
সজাগ থেকো।