মাছি মারতে

মাসি ব্যস্ত মাছি মারতে

ঝাড়ু হাতে নিয়ে ,

সঙ্গে আছে ভাগ্নে রমন

চপ্পল হাতে নিয়ে I

দুইটি মাছি বড্ড জ্বালায়

এদিক সেদিক ভাগে ,

বারে বারে ঝাড়ু পেটায়

মাসি বড়ই রেগে I

অবশেষে মাসির ঝাঁটায়

একটি হোল কাবু,

কাবু হয়েও উড়ে বেড়ায়

কাবু মাছি বাবু I

তারপরেতে চপ্পল মারা

কাবু মাছি মরে ,

ভাগ্নে রমন বেজায় খুশি

নেচে নিলো ঘরে I

তাহা দেখি আরেক মাছি

হলো পগার পার ,

জয়ের হাসি ভাগ্নের মুখে

মাসির অহঙ্কার I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *