Pradhaner Kobita একটি বাংলা কবিতার আস্বাদ দিতে এই ব্লগের সৃষ্টি। আমি রবীন্দ্রনথ প্রধান- এই ব্লগের লেখক।
যদি ও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, আমি কবিতা লিখতে ও পড়তে ভালবাসি।
আমার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে অনেক ভাবনার প্রজাপতিগুলো উড়ে বেড়িয়েছিল। এই ব্লগটিতে তাদের ডানার ঝাপটানি শুনতে পাবেন।
আমার ব্লগের এই বাগানে প্রবেশ করলে আমি নিশ্চিত সেই শব্দ শুনতে পাবেন।
বর্তমান সমাজের চিত্রও কিছু কিছু কবিতায় তুলে ধরা হয়েছে। আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থগুলো- চাঁদ তুমি কার, জীবনের বর্ণমালা, সময়ের ছায়া এবং ডানা মেলা ভাবনারা।
আপনাদের মূল্যবান গঠনমূলক মতামত এই ব্লগের অলংকার।