Untitled
তুমি যদি আসতে নেমে এই মাটিতে, শুভবোধের নির্যাস ভরা পাত্র হাতে- এক এক ফোঁটা দিতে তুমি প্রতি মুখে, এক নিমেষে…
তোমাকে চাই এ-দুঃসময়ে- কারণ তুমি যে সুসময় পাওয়ার পথটা বাতলে দাও। বিফল হলে তোমাকে চাই- কারণ তুমি যে উৎসাহ দাও…
যেদিন রঙিন প্রজাপতি, রঙিন কুসুম শত্রু হবে, যেদিন গান-গাওয়া পাখি রজনিগন্ধা ভালো লাগবে না- সেদিন আমাকে জেলে ভরে দিয়ো। যেদিন…
বন্যার কারণ লেখা দড়িটাকে টানাটানি চলছে- মনে হয় যেন টাগ অফ ওয়ার চলছে। আমার ঘর থেকেও ঘর নেই, চতুর্দিক জলময়…
মনের দেয়ালে শত ছিদ্র- আদিম যুগ তাই ঢুকে পড়েছে। ভাবনার গায়ে পোস্টার লাগানো তাতে আদিমতা সাক্ষর করেছে। সভ্যতার চাকায় লেগেছে…
শরতের উপাখ্যান গেল জলে ডুবে বিচারের আশা-দীপ এই বুঝি নেভে! ঘর ভাসে পথ ভাসে আর ভাসে মন দোষের তির নিক্ষেপে…
আমি তোমার কাছ থেকে আর একটু সাহস একটু ভালবাসা আশা করেছিলাম, এই শুষ্ক মরু-বুকে একটু বৃষ্টিধারা আশা করেছিলাম, এই বিধ্বংসী…
ছলনার ছায়াতে কালের পিঠে চেপে কত-না অভিনয় দেখালে, মোহ আর মায়ায় বুঝতে পারিনি তা ছিলে যে পর্দার আড়ালে। মুখ থেকে…
আমি যখন ভালো ছিলাম তোমার চোখে তুমি যখন ভালো ছিলে আমার চোখে, উষ্ণ আশ্লেস ফুটিয়ে দিত হৃদয় কলি, পদ্মের সুবাস…
তুই কি আমার বন্ধু হবি? সিন্দুকে যা আছে আমার তোকে যে সব দিতেই পারি। সব আছে নেই অর্থ সম্পদ, তবুও…