Categorized

সুখের সৌরভ


অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি
অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে,
সুখের সৌরভ পাইনি মোটেই অবশেষে।

প্রেমের মিষ্টি ফিসফিসানি
উষার নরম আলো,
প্রেমিকার উষ্ণ আলিঙ্গন
লাগেনি তখন ভালো।

ফোটা গোলাপে শিশিরের আদর
দিঘির পাড়ে দখিনা বাতাসের নাচ,
শিশুর হাসির প্রতিধ্বনি দেয়নি দোলা হৃদয়ে।
সকলের সঙ্গে আনন্দ তখন ভাগ করে নিতে পারিনি আয়েশে।
ছোট ছোট সুখের মুহূর্ত অবহেলা পেয়ে
চলে গেছে দূরে হেঁটে হেঁটে।
সুখের সৌরভ পাইনি মোটেই।
জীবন নদীতে তখন বইত নোনাজল,
কারণ নিজের সুখ চেয়েছি
অপরকে চাইনি সুখী করতে।

জীবন নদীতে চাই বয়ে যাক মিঠাজল
প্লাবন আসুক উর্বর করুক দুপাড়ের সমতল।
সব ঋতুতেই সাজুক উপবন-
স্বর্গের সুগন্ধি ফুল ফুটুক-না অনুক্ষণ।
সুখের সৌরভ প্রবাহিত হোক দিকে দিকে।

pradhan32

Recent Posts

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago

বাঁচার ইচ্ছে

শিরায় শিরায় বাঁচার ইচ্ছে সারাদিন বয়ে যায়, ইচ্ছে পূরণ সবার কি হয় সবাই কি সুখ…

3 months ago