বাছবিচার না করে শুধু
খারাপ কাজে দিয়েছি হাত,
আপন লাভে দোষ দেখিনি
অপরাধেও জীবনপাত।
অনেক ময়লায় মলিন
জীবন নেব ধুয়ে এবার,
সব দাগ তাতে মুছে যাবে
খুলে যাবে কি সুখের দ্বার?
দাগ মেটানো বিশেষ জল
খুঁজে চলেছি আজও আমি,
কেউ আমাকে ভালোবাসলে
পাই সে-জল ভীষণ দামি।
একগুঁয়ে দাগ ধুয়ে নেব
বাঁচতে চাই নতুন করে,
মন্দ কাজের দলিল ছিঁড়ে
থাকব সুখে প্রেমের গড়ে।
মলিন অতীত দেখে ভীত
কেউ আসে না প্রেম বিলাতে,
সুখের দ্বার বন্ধ এখনো
কাঁটা যেন আমার গলাতে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…
শিরায় শিরায় বাঁচার ইচ্ছে সারাদিন বয়ে যায়, ইচ্ছে পূরণ সবার কি হয় সবাই কি সুখ…