আগে যুক্তি সুন্দর ছিল
রেশমী সুতোর মতো,
জীবনটাতে প্রেম ও ছিল
স্রোতস্বিনীর মতো।
সেই সুতোতে পাকানো জট
খোলে না আর কেন,
যুক্তিতর্ক নুড়ি ছুঁড়ছে
দর্প-দুর্গে যেন।
প্রেমিক মনে যুক্তি তখন
কুয়োর স্বচ্ছ বারি,
আজ সেখানে ময়লা কাদা
অভিযোগের সারি।
আমার তোমার স্বপ্নের জীবন
এমনটা হোক চাই কি?
টোস্টের মাঝে প্রেমের মাখন
চাই না দিক আজ ফাঁকি।
তর্ক থামুক ঝড়টা থামুক
হোক সমুদ্র শান্ত,
জীবন জাহাজ যাক এগিয়ে
প্রেম হবে না ক্লান্ত।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…
শিরায় শিরায় বাঁচার ইচ্ছে সারাদিন বয়ে যায়, ইচ্ছে পূরণ সবার কি হয় সবাই কি সুখ…