মনের চোখে কী যে লেন্স
দেখে আঁধার খালি,
আত্মা যদি বন্দি হয়
পেন হারায় কালি।
তখন যেন বসুন্ধরা
কুরূপা চোখে লাগে,
দেবীর সাজে ত্রুটি খুঁজি
নেই দৃষ্টি বাগে।
মন্দ খুঁজে ছোবল মারা
দৃষ্টি যেন সাপ,
ভাঙা মুকুরে পৃথিবী দেখা
মনে বিকৃত ছাপ।
বিকৃত ভাব সবসময়
এগোতে দেয় বাধা,
ত্রুটি খুঁজেই দিনটা কাটে
পাই না খুঁজে সুধা।
বাঁচার সুধা মেলে যখন
সুন্দরতা দেখি,
প্রশংসার বচন শুনে
অপরে হয় সুখী।
অপর জনে সুখী হলেই
মন হর্ষে নাচে,
জীবনখানা তখন যেন
বাঁচার মতো বাঁচে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
শিরায় শিরায় বাঁচার ইচ্ছে সারাদিন বয়ে যায়, ইচ্ছে পূরণ সবার কি হয় সবাই কি সুখ…