সংখ্যায় অনেক তারা
পরনে বসন ছেঁড়া,
সকাল হলেই এই শীতে
রোদের উত্তাপ নিতে
যায় বেরিয়ে উঠোনে।
আমি মাথার চুল ছিঁড়ি গোপনে,
খাতার পাতায় দাগ কাটে না কলম
ভালোলাগা অনুভূতি রোগী
লাগানো চাই তার ক্ষতে মলম।
কলম ছুঁড়ে খাতা ছুঁড়ে বসে আছি আধ-শোওয়া,
কখন আসবে ফিরে
শতছিন্ন বস্ত্র পরা
আমার ভাবনারা সুখী আমেজ নিয়ে?
কখন কলম নেবে তারা
হৃদয় খুঁড়ে উপলব্ধির সঠিক রূপের
চিত্র আঁকবে খাতায়?
কখন আমার ভালো লাগবে আবার?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…