শৈশবে অনুশাসন আদর আবদার মেটানো,
ওখানে যাস না, ভয় দেখানো, ভুলিয়ে রাখা
গড়ে দেয় চারদিকে নানান পাঁচিল-
স্থায়ী তারা থেকে যায় অদৃশ্য আমৃত্যু।
চোখ আমরণ দেখে সেই দাঁড়ানো পাঁচিল-
ওপারে যাবার হয় না সাহস
জীবন দেখার চোখে বাঁধা যেন ফেট্টি-
এমনভাবেই গড়ে ওঠে বোধবুদ্ধি বিচার।
শৈশবে যাদের পাঁচিল ছিল না
তারা আলাদা একটু-
তারা যেন বেশি স্বাধীন অন্তরে,
ভাবনা চিন্তায় কাজেকর্মে বেশি মুক্ত।
শৈশবের লালন পালন হোক যত্ন সহকারে,
পাঁচিল গড়া বন্ধ রাখুক হিতৈষীরা।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…