আমার হর্ষ মনের আকাশে
বেড়াত যে উড়ে সুখে,
উড়ে গেল কোথা মেলে তার পাখা
পাই কই খুঁজে তাকে?
যখন উড়ত সোনালি ডানায়
সবাই দেখত চেয়ে,
সকল নয়নে নীরব ঈর্ষা
আসত ত্বরায় ছেয়ে।
এখন কোথায় লুকিয়ে রয়েছে
শঙ্কিত বড় বুঝি,
কোন জঙ্গলে কোন গাছে আছে
ঘুরে ঘুরে আজ খুঁজি।
এখন আমার পৃথিবী মঞ্চে
ছায়ারা দেয় যে হামা,
হাসিরা মলিন বস্ত্র পরেছে
সুখেরা ছিন্ন জামা।
সেখানে দুঃখ উন্নত শির
পড়ে না আশার আলো,
চেনা স্বপ্নেরা অচেনা বড়ই
মুখমণ্ডল কালো।
একসময়ের উজ্জ্বল রবি
ধূসর মেঘেতে ঢাকা,
বিষাদ পঙ্ক দেয় না ঘুরতে
হর্ষ গাড়ির চাকা।
হর্ষ এবার দেখাও শক্তি
হটাও ধূসর মেঘ,
আবার রবির কিরণে বাড়ুক
জীবনে সুখের বেগ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…