মনের প্রাসাদ শুদ্ধ রাখলে
চিন্তারা গায় ঐকতান,
স্বপ্নেরাও সুখে ওড়ে
যায় শোনা যায় কলতান।
আঁধার যখন ঘনায় ধীরে
শুদ্ধ আলো হারালে,
অদৃশ্য চোর সকল দ্বারের
সাহস বাঁধে আড়ালে।
চুরি করে আশা উল্লাস
মনের শান্তি যা ছিল,
পথ দেখানো কম্পাস নিয়ে
অনেক অঙ্ক কষছিল।
চিন্তার জমি চাষ করে সে
সংশয় নামক সার ঢেলে,
ভয় বেদনার চারাগুলো
অতি দ্রুত ডাল মেলে।
প্রখর রোদে হর্ষ যেন
দম থাকে না ফুসফুসে,
ভয় বিষাদের চক্ষু যেন
আগুন জ্বালা ফার্নেসে।
পুনরুদ্ধার করতে সাহস
শুদ্ধ করা হোক প্রাসাদ,
মুক্ত সাহস মশাল জ্বালুক
দিক পুড়িয়ে সব ফ্যাসাদ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…