সুস্বাদু ফল নিষ্ফল যদি
কেউ না ভক্ষণ করে,
প্রয়োগ যদি নাই বা হল
কী লাভ বুদ্ধি ধরে?
সার্থকতা পায় না খুঁজে
পাঠ না হলে পুস্তক,
নতুন কিছু হয় না শেখা
নিষ্কর্মা হয় মস্তক।
কাজে কাজে যে তাপ বেরোয়
তাতেই মাথার মঙ্গল,
ফুটে ওঠে জুঁই চামেলি
দেয় না হতে জঙ্গল।
কালি যদি যায় শুকিয়ে
কলম হারায় মূল্য,
যায় হেরে এক পরাক্রমী
বীর যেন তার তুল্য।
অর্থের গর্বের নত মাথা
বদ যদি হয় সন্তান,
আস্ফালনের আগ দেখিয়ে
ভাবো তুমি মস্তান?
মানবতা ঢুকলে বুকে
শিক্ষা হয় গো সফল,
প্রয়োগে সব সফলতা
জীবন হয় না বিফল।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…