না-বলা-কথা থাকলে বুকে
দীর্ঘশ্বাস বেরিয়ে আসে,
আকুল হৃদে থাকা ব্যথায়
গোপন নীরে নয়ন ভাসে।
লুকিয়ে রাখা শত ভাবনা
যখন চষে মনের খেত,
লুক্কায়িত বাগানটাতে
কেউ দেখেনি কুসুম শ্বেত।
শত ইচ্ছে শত স্বপ্ন
বলতে যদি নাই বা পারে
ভাবনাগুলো আর খেলে না
পদ্ম-ফোটা পুকুর পাড়ে।
ভেঙে যাওয়া আশার দেহ
পায় না কোনো নরম ছোঁয়া
চুম্বনের তাপ না পেয়ে
চোখেই দেখে বিষাদ ধোঁয়া।
প্রশ্ন-ভরা মনের ঝাঁপি
নিজের ভর বাড়ায় শুধু
সমাধানের পথ খুঁজতে
চোখে দেখছে মরুর ধুধু।
সত্য কথা কয়েকশত
ঠিক সময়ে হয়নি বলা,
কিছু মিথ্যে বক্ষে চেপে
জীবন পথে এগিয়ে চলা।
প্রেমের কথা ক্ষমার কথা
হয়নি বলা কোন বাধাতে!
হাজার ভুল হাজার লাজ
রাখাই আছে এই মাথাতে!
এসব কথা প্রকাশ করে
যায় বানানো কত গল্প,
না-বলা-কথা সামলে রেখে
লিখতে পারা এক শিল্প।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…