এ-সভ্যতা করেছে সৃজন অবক্ষয়ের সাগর–
ভেসে আছি আমি এক আঁধারের দ্বীপ।
দেহ আছে মন আছে নেই অনুভূতি
নেই কোনো যোগাযোগ অন্যান্য দ্বীপের সাথে,
ওয়াইফাই করছে কই কাজ?
আঁধারের দলিল হৃদয়ে করেছে পাহাড় সৃষ্টি ।
চেয়েছিলাম নীল আকাশে
গড়ে তুলব নক্ষত্রপুঞ্জ–
জ্বালিয়ে মনের একেকটি দীপ;
ভেঙে ফেলব পাহাড় একটু একটু করে।
তারপর একদিন জ্বেলে দেব সব অনুভূতি-তারা,
আলোকিত হবে দ্বীপ
ওয়াইফাই উঠবে জেগেই।
যোগাযোগ স্থাপনে সকল দ্বীপ হবেই উদ্যোগী।
সাগর শুকিয়ে যাবে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…