শীত খুলছে নিজের রূপ ধীরে-
মনের বারান্দা ডাকছে আমায়
রোদ-রেণু মাখতে…
মাখতে মাখতে আকাঙ্ক্ষার ঘ্রাণ বলে
আরো চাই আরো চাই সুখ-রোদ সকল সময়।
এখন তো রোদ মাত্র ঘণ্টা দুই থাকে,
আমার মনের ঘরটাকে উল্লম্ব অক্ষের
চারদিকে ঘোরাতে যদি পারতাম
তাহলে আকাঙ্ক্ষা ফুলেফেঁপে যেত।
সুখের উষ্ণতা মেখে জীবনের বারান্দাটা
সারাদিন থাকত আরামে।
তুমি যদি আসতে জীবনে
তোমার ঐন্দ্রজালিক স্পর্শে
মনের ঘরটা অক্ষের চারদিকে ঘুরত।
রোদ-ছায়াতে সুখের অভাব হত না।
তুমি এলে কই?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…