নেই কালো হাত নেই কালো রাত
নেই আঁধারের কালো থাবা,
উষার আলোক আছে– শাখে শাখে পাখি নাচে
ঠান্ডা বাতাস দেয় বাহবা।
এমন সুদিন পলকে পালায়
নিয়ে যায় সাথে বিজ্ঞাপন,
মনের ঘোড়াও মানবে না হার
লাগাম হাতে জীবনযাপন।
দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়া
চোখ হারায় না লক্ষ্য-আলো,
ঠিকানার পথ হোক না দূরে
পিনকোডে কি লেগেছে ধুলো?
আনাজের দামের উত্তাপে
জীবনযাপনের শরীরে ফোঁড়া–
তবুও সে রাজি ধুলো মুছে নিয়ে
ছোটাবে তার বিশ্বাস ঘোড়া।
এ-ঘোড়ার চোখ আঁধারেও জ্বলে
পথে থাক না অযুত কাঁটা–
রক্ত আঁকুক নকশা পথে
কান শুনবে আলোর ঘণ্টা।
শুনতে শুনতে অশ্বশক্তি
বেড়েই চলে হাজারগুণ,
ওই দেখা যায় আলোকের ছটা
ওই দেখা যায় নবারুণ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…