তোমার কথা বুঝতে বুঝতে
বাড়ে রাতের গভীরতা,
মনাকাশে তারার মতো
ফুটে ওঠে কিছু কথা।
কিছু কথার মানে ধরতে
কত–না ঢেউ সাগরে বয়,
বুদ্ধসম ধ্যান করেও
কিছুর অর্থ অধরা রয়।
তোমার কিছু মিষ্টি কথায়
সব ইন্দ্রিয় হয় জাগ্রত,
চিত্র থেকে স্পর্শ গন্ধ
শব্দ পেয়ে হই বিব্রত।
তোমার চোখের ভাষা পড়লে
আমি যেন হই গো ধন্য,
নতুন রূপের সন্ধান পেয়ে
বাঁচি আমি তোমার জন্য।
তোমার প্রেমে মজে দেখি
তোমার মুখটা সকল স্থানে,
তুমি আমার প্রাণের কাব্য
তুমি মলম ক্ষতস্থানে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…