ক্যালেন্ডারের পাতা বদলে দেয় এর হাত-
বদলের গতিবেগ মন্থর হয় না পথ অমসৃণ বলে।
আসলে সে যেন মাটিতে নয় ওপরে চলে।
লেনদেন নেই তার কারো সঙ্গে
কচি পাতা কচি কলি দেখার সময় নেই
কাঞ্চনজঙ্ঘার শিখর দেখতে থামে না সে,
ঝরনার রুপোলি রূপ টানে না তাকে।
পিঠে তার নির্দিষ্ট গতির দায়ের বোঝা
অঙ্গীকারবদ্ধ চোখে তার যেন ঠুলি বাঁধা
মাটিতে হাঁটে না, তাই সে উড়ন্ত।
ইতিহাসের সব পাতা পড়া
দাসপ্রথার নির্যাতনের সাক্ষী–
বর্তমানের রোজনামচা তার জানা
পথশিশুর খিদের সাক্ষী সে
তার চোখে ঠুলি বাঁধা-
অশ্রুপাতের প্রমাণ নেই।
সে সময়।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…