রাস্তা যখন পেরোতে হবে
ক্রসিং পেরোনো সুবিধে
কেন ধরব নিচের সাবওয়ে
কেন চড়ব ওভারব্রিজ ?
এমন শর্টকাটে মজা আছে
অ্যাডভেঞ্চারের টান আছে
বাড়তি দায়ের নেই ঘ্রাণ
অল্প খরচে অনেক প্রাপ্তি
অল্পে যেন বাজিমাত।
দুর্ঘটনা হতে পারে–
এই বোধ ঘুমিয়ে পড়েছে।
দায়িত্ব কর্তব্য বোঝা
নিয়ে হাঁটে সব বোকা–
এই মানসিকতা জেগে উঠছে ধীরে
সকল ঘরে সকল মনে।
দায়ের লাগাম না থাকলে
উন্নতির সিঁড়ি কাছে আসে না,
সাফল্য পাশ কাটিয়ে চলে যায়।
যখন দেখি সময় নেই।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…