বুনো বুনো গন্ধ মেখে
হাতছানি দেয় রাস্তা,
ডাকছে জোরে সাগরবেলা
আদিম তারই বার্তা।
খেজুরিতে বেলাভূমির
মৌলিকতা আস্ত,
সাগর ভাঙে ঢেউয়ের পাহাড়
বেলাভূমি ব্যস্ত।
সমুদ্রটা তটের সঙ্গে
ভাব বিনিময় করে,
অন্তরঙ্গ তারা কত
চোখে ধরা পড়ে।
মাঝখানেতে পর্দা টানে
ঘন ঝাউয়ের সারি,
সাগরের রাশ দেখে লাগে
একটু বেশি ভারি।
ঝাউ গাছেদের ডাল কাটা নেই
সবুজ পাতায় ভরা,
এই সৈকতে পা রাখলে যে
মিটবে মনের খরা।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…