আকাশ যদি সোহাগ করতে
আসে নেমে পাহাড় চূড়োয়
অলক যদি আসে খেলতে
পাহাড়ের ওই পথের মাঝে,
তুমি কেন আসন ছেড়ে
আসো না গো ভালোবাসতে?
তুমি বললে পাহাড় হব
এক নিমেষে অনায়াসে,
তুমি বললে নদী হব
নাইতে এসো ভালোবেসে।
ভালোবাসলে নামাই যায় গো
আকাশ থেকে প্রেমিক বুকে–
জানো না কি তোমায় ছেড়ে
থাকি আমি কেমন সুখে!
ভালোবেসে আমি যদি
ছাড়তে পারি এত কিছু,
এবার না হয় একটু নামো
এসো না হয় আমার পিছু।
আকাশের চাঁদ হতেই পারো
দিতেই পারো জ্যোৎস্না রাত্রি,
আমি পাহাড় তুমি যে চাঁদ
আমরা প্রেমের পথের যাত্রী।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…