এ-কেমন বঙ্গ সমাজ
যে-বাঙালি মননে চালাত রাজ
তার আজ এ-কেমন হাল?
মনন সত্তার যে-বৃক্ষের গোড়ায়
জল ঢেলেছিল রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাসাগর রামমোহন রায়
রবীন্দ্রনাথ নজরুল সুভাষচন্দ্র,
সেই বৃক্ষের পাতারা সবুজতা হারিয়েছে।
গোড়ায় জল না দিলে এই হবে পরিণাম।
আগে রাস্তায় হাঁটতে গেলে
মোড়ে বটের পান্থশালা থাকত-
বিশ্রাম নিত সকলে।
বিপদের গন্ধে সখ্য সংবেদনশীল মন নিয়ে এগিয়ে আসত।
এখন দেখি যুবক বন্ধুত্বের বুক পাথরে নির্মিত-
ভাবাবেগ বন্ধ আর পাকস্থলীতে দেখি
মাদক দ্রব্যের কারুকাজ,
মাথায় দেখি বিকৃত নিউরোন।
তাহলে কি এই শীতে পাতাগুলো ঝরে যাবে?
নদীমাতৃক দেশটা মরুভূমি হবে মননে?
মনে হয় তা সত্যি হবে না।
কারণ সাধারণ মানুষ আজ
জেগে উঠেছে, হেঁটে চলেছে
সেই মহীরুহের দিকে মিছিল করে, প্রত্যেকের হাতে চেতনার মন্ত্রপূত জলের পাত্র।
এগিয়ে চলেছে, এক এক করে জল ঢালছে গোড়ায়। মনন বৃক্ষ বাড়ল বলে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…