তুমি সর্বশ্রেষ্ঠ প্রাণী-
তোমার ভাবনার ব্রেন রয়েছে
সংবেদনশীল হৃদয় রয়েছে,
বিজ্ঞান রয়েছে সাথে।
যেতে পারো মুহূর্তে দূরের দেশে
তুমি চাইলেই উড়তে পারো আকাশে
ভাসতে পারো বাতাসে
যেতে পারো চাঁদে
যেতে পারো সাগরের অতলে,
পাতালেও প্রবেশ করতে পারো।
বিভিন্ন বিষয়ে অবিরাম চর্চা
করেছে তোমাকে দক্ষ।
দক্ষতা দেখিয়েছ সাহিত্যে শিল্পকলায় বিজ্ঞানে,
কখনো ভূগোলে ইতিহাসে অঙ্কে।
তোমার বিজয়রথ পৌঁছে গেছে সর্বস্তরে।
তবু কেন যুদ্ধ লড়াই চলছে,
কাকে হারাবার জন্যে?
তবু কেন খুন রক্তপাত-
তোমার উদ্দেশ্য কোন অভিমুখে?
ধর্ষণের ঘটনা ঘটছে কেন?
বিকৃত মানসিকতাকে প্রশ্রয় দিচ্ছ?
তুমি এতে নিজে নিজেকে পরাজিত করছ।
জিততে যদি চাও তুমি
মানবিক হওয়ার প্রতিষ্ঠান গড়ে তোলো-
চেতনার চর্চা হোক বেশি করে।
মন্দ কিছু ঘটবে না।
জয় আসবেই একদিন।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…