পাশে যদি থাকো তুমি
কেন পটু কাজে?
তোমার বলা কথায়
মনোবীণা বাজে।
কেন যে তোমার ছোঁয়া
শিহরণ তোলে,
চোখের দৃষ্টিতে সব
কেন যাই ভুলে?
তোমাকে দেখলে কেন
বাড়ে হার্টবিট,
মরা গাঙে বান আসে
তুমি কালপ্রিট?
ভ্রমর বসলে ফুলে
ভ্রম করে বসি-
তোমার দু-চোখ দেখি
কাকে আজ দুষি?
তোমার কৃষ্ণবর্ণের
চুলে আঁকা ঢেউ,
দৃষ্টিটা পিছলে যেতে
দেখেছ কি কেউ?
লাল গোলাপ তোমার
ঠোঁটে কেন রাখা?
এই আবহ আমার
বাড়ায় আকাঙ্খা।
তার আগে খেয়ে যায়
কিস সমীরণ,
বোঝো না তুমি আমার
জীবনমরণ?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…