Categorized

জীবন জ্যান্ত

পথিক আমি কাঁধে ঝুলি
হাঁটছি নিত্য গ্রন্থমেলায়,
ভালো পুস্তক পেলে ভরি
সঙ্গী আমার ভ্রমণ খেলায়।

এই পথিকের ক্লান্তি উধাও
পছন্দসই বইটা পেলে-
আদ্যপ্রান্ত পড়ার শেষে
পেটের খিদে উঠে জ্বলে।

যাত্রাপথের দুধারেতে
কতশত বই সজ্জিত,
আগ্রহী থাক চক্ষু আমার
পড়ে ফেলুক সব সৃজিত।

বৃক্ষ নদী পাহাড় মানুষ-
মেলে ধরা বইয়ের পাতা,
তথ্য জানার কায়দা জানলে
ভরে যাবে হাজার খাতা।

এই ভ্রমণে শেখার শিখা
দীপ্তি ছড়াক চতুর্দিকে-
সত্যিকারের জীবন জ্যান্ত,
শিরদাঁড়াটা সোজা রাখে।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago