শিশিরধৌত মন এনো গো
সাথে এনো ভালবাসা,
দ্রাক্ষালতার প্রেমে সরাও
দেওয়ালের নিরাশা।
নম্র রোদের পরশ এনো
শীতে কাঁপা শিশু–বুকে,
সমবেত গীত এনো আজ
সব মানুষের মুখে।
সাথে এনো হাতকড়ি
মৈত্রী যার উপাদান,
দাও পরিয়ে সকল হাতে
লেখো প্রেম–উপাখ্যান।
তোমার সুখে আমার সুখ
সকলকে দাও ভাগ,
আনন্দেতে সবাই ভাসুক
নেই কোনো শ্রেণীভাগ।
শ্রেণীভাগের প্রাচীর ভেঙে
বিপন্নের হাত হাতে,
মানবশৃঙ্খল গড়ে দিয়ো
বলো আছি একসাথে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…
View Comments
চমৎকার মিলনের আহ্বান
এমন সুন্দর মন্তব্য আমার কাছে এক বড় প্রাপ্তি। অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই।