আর কত যুদ্ধ-লড়াই-বিবাদ
আর কত ক্ষমতার দম্ভ প্রদর্শন,
আর কত রক্তপাত খুনজখম ধর্ষণ
আর কত হবে নারী নির্যাতন
আর কত চেতনার অবক্ষয়?
দেখতে দেখতে দৃষ্টি কমজোরি
শুনতে শুনতে কানে বধিরতা,
আঘাত আঘাতে হাতে-কলমে কম্পন-
লিখতে অক্ষম তাই বিশেষ শব্দগুচ্ছ,
স্নায়ুরা দুর্বল তাই স্বরযন্ত্র বলতে পারে কই সেই শব্দগুচ্ছ?
আমার সবার মন আজ উৎকর্ণ সেই বিশেষ শব্দগুচ্ছ শুনতে,
দেহের প্রতিটি লোমকূপ, অঙ্গপ্রত্যঙ্গের শিরা-উপশিরা
আজ জেগে আছে সেই বিশেষ শব্দগুচ্ছ শুনতে,
সেটি হল ‘এই পৃথিবী কত সুন্দর’।
কবে দেখব, শুনব, লিখব, সমস্বরে বলব
‘এই পৃথিবী কত সুন্দর’?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…