যতই শহর আলো ঝলমল
মনের গতিটা যায় থেমে,
অস্থিরতার পরিবেশ দেখে
তার শরীরটা যায় ঘেমে।
এই পরিবেশ এমন আলোয়
এই যাত্রার নেই মানে,
অবক্ষয়ের আকর্ষণটা
নব উদ্যমে যেন টানে।
সেই উদ্যমে ছেদ দিতে পারে
একমুঠো আলো পবিত্র-
দেখিয়ে দেবেই আলোর পথটা
আঁধার হারাবে চরিত্র।
ঘন আঁধারকে হত্যা করতে
অস্ত্র শানায় প্রতিবাদ,
ধ্বনিত হোক-না আকাশে বাতাসে
শুভ চেতনার অনুবাদ।
এই ধ্বনি শুনে সব অন্যায়
নির্বাসনের ধরবেই পথ,
একমুঠো আলো আসে ওই দেখো
চেপে ন্যায়ের আলো-রথ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…