এক সমুদ্র আবেগ নিয়ে
আসছে ধেয়ে নয়া সকাল,
আছড়ে পড়ার অপেক্ষাতে
আসীন জীবন এতকাল।
তার তরঙ্গে প্রবল বল–
প্রাচীন আঁধার শুষে নেবে,
জলোচ্ছ্বাসে খড়কুটো পাপ
সাগর তলে ডুবিয়ে দেবে।
বেলাভূমির ক্লেদের মুক্তি
ফিরিয়ে দেবে পুরোনো জেল্লা,
নতুন প্রভাত প্রেমিক স্পর্শ
গড়ে তুলবে স্বপ্নের কেল্লা।
হতাশা সেথা লুকায় মুখ
স্বপ্ন দেখার নেইকো মানা,
আলোর পাখিরা নিত্য ওড়ে
নিয়ে শত সাফল্য ঠিকানা।
সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা
সেই গড়েতে নিশ্চিন্তে থাকে,
দ্বার রক্ষায় চেতনা জেগে–
হিংসা ঘৃণা বড় দুর্বিপাকে।
মুখোশগুলোর ঢোকা মানা
অবাধ শুদ্ধ আলো–হাওয়া,
গড়ের বাগে সহস্র ফল
মিটিয়ে দেবে সব চাওয়া।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…