গোলাপ বাগে গোলাপ কলি
নিহিত অশেষ সম্ভাবনা,
ফোটার আগে নষ্ট করলে-
আরজিকরের দুর্ঘটনা।
নষ্ট করল গোলাপ কলি
প্রস্ফুটনের আগেই যারা,
তাদের সম্ভাবনার পায়ে
মারছে কুড়ুল যেন তারা।
চোটের ফলে খোঁড়ায় তারা
সবাই তাদের ছোঁড়ে থুতু,
কয়েদখানা আদর করে
রাখছে সেথায় অগ্নিকেতু।
গোলাপ কলি ফুটল না গো
পাপড়ি মেলা হল না তার,
সম্ভাবনার হত্যাকারীর
গর্দান ধরুক সুবিচার।
ভবিষ্যতের গোলাপ ফুল
আলো করে থাক বাগিচায়,
মিষ্টি সুবাসে বাহারি রূপে
মত্ত বায়ু বইবে সেথায়।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…