আমায় ভালবাসতে এগিয়ে আসে কজনে
আমার গুরুত্ব বোঝেন কত সুজনে?
যা ভালো ঘটেছে ঘটেছে আমার জন্য
যা মন্দ ঘটেছে ঘটেছে তোমার জন্য—
এই ভাবনা কি ভালোবাসা আনে
ভেজা দেশলাই কাঠি জ্বলে ঘর্ষণে?
শাসন ডান্ডা থাকলে আমায় নিয়ে চলতে,
না থাকলে আমার সঙ্গটা এড়িয়ে যে যেতে।
এড়িয়ে চলা এমন ব্যক্তি আছে পরিবারে সমাজে-
মুখের বুলি সর্বস্ব অনীহা সকল কাজে।
এমন অনীহা এসে জীবন কঠিন করে,
যেটা চাই সেটা যেন নীরবেতে দূরে সরে।
কত ফুল ঝরে যায় স্বপ্নের বাগ থেকে,
আমায় জড়িয়ে ধরো দায়িত্ব বলে ডেকে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…