তুমি যদি আসতে নেমে এই মাটিতে,
শুভবোধের নির্যাস ভরা পাত্র হাতে-
এক এক ফোঁটা দিতে তুমি প্রতি মুখে,
এক নিমেষে বদলে যেত এই রুক্ষ ধরা –
কত কারুকাজ চোখে পড়ত তার শাড়িতে।
বদলেই যেত আমার সবার কাজের পৃথিবী,
বদলে যেত আমার সবার আঁধার আকাশ-
সেখানে উঠত হাস্যরতা চৈতালি চন্দ্রিমা।
সেরে উঠত মনের দুরারোগ্য ক্ষত,
বিকৃত মানসিকতা জ্বলে হত ছাই।
হৃদয়ের বাগানটা আবার সেজে উঠত-
শরতের শিউলিতে আর রাঙা গোলাপে।
সুগন্ধি সহৃদয় বাতাসে ঘুরে বেড়াতে পারত নির্ভয়ারা অশেষ নির্ভয়ে।
এই অন্তিম চাওয়া পূর্ণ করতে আসবে কবে?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…