Categorized

জেলে ভরে দিয়ো


যেদিন রঙিন প্রজাপতি, রঙিন কুসুম শত্রু হবে,
যেদিন গান-গাওয়া পাখি রজনিগন্ধা ভালো লাগবে না-
সেদিন আমাকে জেলে ভরে দিয়ো
যেদিন পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি নারীকে ঘৃণা ছুঁড়ে মারব,
যেদিন ঝরনার উচ্ছ্বাস আর রাতজাগা চাঁদ দেখে হিংস্র হয়ে উঠব-
সেদিন আমাকে জেলে ভরে দিয়ো
যেদিন শিশুর আদর মায়ের স্নেহ আমার চোখে জ্বালা ধরাবে,
ভালোবাসা আর শুভবোধকে যেদিন সাগরে হাত-পা বেঁধে ফেলে দেব-
সেদিন আমাকে জেলে ভরে দিয়ো
উষার নরম আলো যেদিন দেবে না উৎসাহ ,
যেদিন আঁধার রাজ্যে প্রবেশ করব,
যেদিন মানবতার পরাজয় দেখে উল্লাস করব-
সেদিন আমাকে জেলে ভরে দিয়ো
আমার মাথাটা যেদিন দম্ভ বিগড়ে দেবে,
সত্যিকারের বন্ধুকে শত্রু ভেবে নেব,
হৃদয়ে শুভ আবেগের জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে,
সৌন্দর্য শিল্পকলার পায়ে বেড়ি পরাব-
সেদিন আমাকে জেলে ভরে দিয়ো

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago