বন্যার কারণ লেখা দড়িটাকে টানাটানি চলছে-
মনে হয় যেন টাগ অফ ওয়ার চলছে।
আমার ঘর থেকেও ঘর নেই,
চতুর্দিক জলময় তবু পেয় জল নেই,
পেট ভরাবার খাদ্য নেই।
ভোটের অধিকার তো আছে,
জল-খাদ্য-আশ্রয়ের অধিকার নেই।
কেউ আবার জলে দাঁড়িয়ে ছবিও তুলছে,
কেউ আমার দুচোখের করুণ আর্তি দেখেও আমায় কিছু বলতে বলছে।
তোমরা যা করবে করো কোনো অসুবিধে নেই, শুধু একটাই আমার চাওয়া যা আমি চিৎকার করে বলছি-
খাবার জল দাও, খাদ্য দাও,আশ্রয় দাও।
জানি না কখন কার কানে এই চিৎকার প্রবেশ করবে,
জানি না কবে এই দুর্দশা থেকে মুক্তি পাব চিরতরে?
আমি বানভাসি।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…