মনের দেয়ালে শত ছিদ্র-
আদিম যুগ তাই ঢুকে পড়েছে।
ভাবনার গায়ে পোস্টার লাগানো
তাতে আদিমতা সাক্ষর করেছে।
সভ্যতার চাকায় লেগেছে ধর্ষণ-খুন-হিংসার রক্ত।
তির ছুঁড়ে- চলছে শিকার,
হরেক তিরের ফলায় হরেক বিষ।
এই বিদ্যায় পারদর্শিতা বেড়েই চলেছে
পোশাক পরা সভ্যতার হরেক কাজে।
আসল বিদ্যা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে
মাথা ঠুকেই মরছে,
কখনো রাস্তায় বসে অনশন করছে চাকরির আশায়,
ডেলিভারি বয় হয়ে কখনো ঘুরে বেড়াচ্ছে,
কখনো প্রতিবাদী মিছিলে হাঁটছে রাস্তায়।
কখনো হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে।
আদিম বিদ্যায় পারদর্শিতা হঠাৎ যেন শিরদাঁড়াকে মাটির সমান্তরাল করে দিয়েছে।
তাই কি টাই পরা মানুষগুলো আজ হামাগুড়ি দিয়ে ঢুকছে আবার প্রাচীন গুহায়?
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…