হৃদয় হয়েছে শূন্য আজ।
পারবে না ভোরের শিশির এনে দিতে,
পারবে না দিতে বটের ছায়া-ভালোবাসা,
পারবে না ভরে দিতে মমতাময়ী ফুলের সুবাস?
পারবে না শোনাতে ভোরের পাখির গান,
পারবে না এনে দিতে দখিনা বাতাসের শুভেচ্ছা?
পারবে না এনে দিতে মাটির সহিষ্ণুতা,
পারবে না এনে দিতে শিশুর স্নেহ ভরা চুমু?
পারলে এনে দিয়ো রবির নরম আলো,
পারলে এনে দিয়ো স্বপ্নময় জ্যোৎস্না-
পারলে এনে দিয়ো শিউলির বৈরাগ্য।
হৃদয় হয়েছে শুষ্ক আজ।
পারবে না আনতে নদীর মিঠা জল,
পারবে না আনতে বৃষ্টিধারা তেষ্টা মেটাতে?
পারবে না হৃদয়কে জলাশয় করে তুলতে,
পারবে না আনতে সেখানে পদ্মফুলের চারা পদ্মপুকুর থেকে?
পারবে না সেখানে পদ্মফুলের চাষ করতে-
পারবে না প্রত্যেক হৃদয়ে পদ্ম ফোটাতে?
পারলে এনে দিয়ো পদ্মের সুবাস।
অপেক্ষায় আমরা সবাই।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…