ছলনার ছায়াতে কালের পিঠে চেপে
কত-না অভিনয় দেখালে,
মোহ আর মায়ায় বুঝতে পারিনি তা
ছিলে যে পর্দার আড়ালে।
মুখ থেকে বেরোনো মধুমাখা কথারা
হৃদয়ের বচন ছিল না,
অন্যায় বায়না মেটাতে ছুটে গেছি
সিঙ্গাপুর থেকে চায়না।
তোমার প্রয়োজনে এসেছিলে নিকটে
এখন তো পেরেছি বুঝতে,
দানা খাওয়া শেষে উড়ে গেলে কোথায়
আরেক আবাস খুঁজতে?
তুমি আমার কাছে ছিলে তৃষার বারি
খোলা বারান্দার আলোক,
তোমার বদলানো নিমেষে ভেঙে দিল
আমার নিজস্ব ভূলোক।
কাড়লে অন্তর আর স্বপ্ন-খাতা
খাতার সন্ধান চলছে।
কোথায় সেই খাতা? খুজতে খুঁজতেই
স্মৃতির পাহাড়ও গলছে।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…