Categorized

স্মৃতির বিষণ্ণ দালান


আমি যখন ভালো ছিলাম তোমার চোখে
তুমি যখন ভালো ছিলে আমার চোখে,
উষ্ণ আশ্লেস ফুটিয়ে দিত হৃদয় কলি,
পদ্মের সুবাস ভরাত যে মনের অলিগলি।

তখন একটু ভরসা দিলে
বুকটা যেন উঠত ফুলে,
সাহস নিয়ে ব্রহ্মপুত্র সাঁতার দিয়ে পেরিয়ে যেতাম,
তোমার জন্য মন্দির থেকে পুষ্প এনে দিতাম।

নদীর জলে সময় কখন গেল ভেসে-
কী এক ইঙ্গিত দিয়ে গেল হেসে,
কালের হাওয়ায় কাঁপছে প্রদীপ শিখা-
সম্পর্ক আজ গৌণ হল মুখ্য আকাঙ্ক্ষা।
এবার বুঝি আঁধারের হাত ধরছে চেপে গলা,
তোমার দৃষ্টি নির্বিকার আমার অবহেলা।
তাই হৃদয় পদ্ম শুকিয়ে হল ম্লান-
শুকনো মুখে দন্ডায়মান স্মৃতির বিষণ্ণ দালান

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago