Categorized

কেমন করে

কেমন করেকেমন করে
কেমন করে বদলে দিলে
আমার, সবার দেখার চোখ-
কেমন করে টানলে কাছে
জনগণের মানসলোক?

কেমন করে মানচিত্রটা
নতুন রঙে রাঙালে,
ঘুমন্ত সব জনপদকে
কেমন করে জাগালে?

কেমন করে ওঠালে ঢেউ
শুকনো মরা নদীতে?
জনজোয়ার আছড়ে পড়ছে
হরেক গলি-রাজপথে।

কেমন করে ঐক্যের মালা
গাঁথলে তুমি মরণে?
মানবতার মিছিল চলে
তোমার স্মৃতির স্মরণে।

অজুহাতের দেয়াল তুলে
ছড়ায় যারা বিভ্রান্তি-
লক্ষ্যে অচল মিছিল বুঝি
তাদের শিরে সংক্রান্তি?

কথায় কাজে ফারাক যেন
দেয় চিনিয়ে ধূর্তামি,
তোমার জন্যে প্রতিবাদ আজ,
শাস্তি পাবেই আসামি।

FacebookFacebookMastodonMastodonEmailEmailShareShare
AddThis Website Tools
pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

4 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

4 months ago