কালো মেঘের সাজসজ্জায়
বিদ্যুৎ চালায় তীক্ষ্ম ছুরি,
ওপর থেকে আশার বৃষ্টি
খেলছ এখন লুকোচুরি?
তোমার জন্য প্রার্থনা আজ
অলিগলি আর রাজপথে,
চোখের দৃষ্টি শুকিয়ে গেল-
আসবে কখন কোন রথে?
বৃষ্টি তুমি পাচ্ছ না দেখতে
হৃদয়-মরুর হাহাকার,
ব্যস্ততা দেখাচ্ছ কর্মকাণ্ডে-
নেই আন্তরিক অঙ্গীকার?
মরুভূমির তপ্ত বালুকা
তাকিয়ে রয় আকাশ পানে,
বিচার-তেষ্টা মেটাবে কবে
বৃষ্টি তুমি গেলে কোনখানে?
বালুকণার হৃদয় জুড়ে
অভয়ার কাতর প্রার্থনা,
বিচার-বৃষ্টি সেই প্রার্থনা
পূরণ করতে কি পারো না?
যদি না আস অচিরে তুমি
মরুঝড় দেখাবে কামাল,
বাকি সবুজ বাঁচবে না গো
শক্ত হবে দেওয়া সামাল।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…