Categorized

তবুও আশায় থাকি


যে-মাটির ধুলো মেখে
আত্মবিশ্বাস বাড়িয়েছি শৈশবে,
হঠাৎ দেখি পায়ের নীচে সে-মাটি কখন গেছে উবে।
যে-বটগাছটা কঠিন সময়ে একটু দিত শান্তি-ছায়া,
সে-গাছটি কেন আজ ন্যাড়া-
দিচ্ছে এখন অশান্ত উষ্ণ ধোঁয়া?

যে-দিঘির জল আমার কপালে মায়ের হাতের জলপট্টি মনে হত,
সেই দিঘির দূষিত জল আজ শরীরে সৃষ্টি করছে ক্ষত।
যে-চাতালে চলত কীর্তন, মন আনন্দে উঠত মেতে,
পরনিন্দা পরচর্চা জোর কদমে চলছে সেখানেতে।
যে-হাসপাতাল বড় ছেলের প্রাণটা করেছিল রক্ষা,
সেখানে এখন অর্থ তছরুপের বুভুক্ষা।
যে-কাদায় পা পিছলে গেলে
সাহায্যের হাত বাড়িয়ে দিতই খেলার বন্ধুরা,
আজ পরস্পরের দিকে ছুঁড়ে চলেছে সেই কাদা তারা।

পায়ের তলায় মাটি নেই বটবৃক্ষের ছায়া নেই-
মমতাময়ী স্নেহ নেই, সত্যিকারের সৃজন নেই-
সাহায্যের হাত নেই; হারাল বুঝি কালের স্রোতে?
তবুও আশায় থাকি সবকিছু ফিরে আসবে আবার এক নতুন প্রভাতে।

pradhan32

Recent Posts

সুখের সৌরভ

অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…

3 months ago

মলিন অতীত

বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…

3 months ago

চোরেরা হবেই দেশছাড়া

দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…

3 months ago

এ-বাতাস

এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…

3 months ago

প্রেমিক মনে যুক্তি

আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…

3 months ago

বাঁচার সুধা

মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…

3 months ago