আসল ছবি হারিয়ে যায়
রং লাগানো তুলির টানে,
চারদিকেতে নকল ছবি
বিভ্রান্তি হরেক ক্ষণে।
তাইতো মনে যুদ্ধ চলে
চোট পাওয়া শরীর তার-
প্রতিদিনেই রক্ত ঝরে
দেখে মুখোশ মানবতার।
রং লাগানো শিল্পকলা–
বাড়ছে তার উন্নয়ন,
আসল আজ মুখ দেখাতে
লজ্জা বুঝি পায় ভীষণ।
সেই লজ্জা কাটাতে আজ
ডুবটা দেব মন-সাগরে,
নৈতিকতার অস্ত্র এনে
হানা দেবই রুদ্ধ দ্বারে।
দরজা ভেঙে রং-ভবন
অস্ত্রাঘাতে করব নাশ,
ফুল-বাগানে ফুটবে ফুল
আগাছা সব হবেই লাশ।
অনেক সোনা অনেক অর্থ ছুঁয়েছি শুঁকেছি অনেক যশের দেহ বেঁধেছি আশ্লেষে, সুখের সৌরভ পাইনি মোটেই…
বাছবিচার না করে শুধু খারাপ কাজে দিয়েছি হাত, আপন লাভে দোষ দেখিনি অপরাধেও জীবনপাত। অনেক…
দোষ আমাদের, দুর্গের দরজা অরক্ষিত রেখেছি অনেকদিন। সাদা বেশে সাধু সেজে চতুর চোরেরা ফতুর করেছে,…
এ-বাতাস শ্বাস রোধ করে হতাশার কান্না বয়ে আনে, বয়ে আনে দুঃখের দুর্গন্ধ, সহস্র শোকের কলরব।…
আগে যুক্তি সুন্দর ছিল রেশমী সুতোর মতো, জীবনটাতে প্রেম ও ছিল স্রোতস্বিনীর মতো। সেই সুতোতে…
মনের চোখে কী যে লেন্স দেখে আঁধার খালি, আত্মা যদি বন্দি হয় পেন হারায় কালি।…